বিহারের পর এবার বাংলাতেও হবে এসআইআর(SIR)। নির্বাচন কমিশন সেই কথা আগেই ঘোষণা করে দিয়েছে। আর তা নিয়েই বাংলার রাজনীতি এখন সরগরম। তৃণমূল সরকার প্রথম থেকেই এসআইআরের(SIR) বিরোধিতায় সরব হয়েছে। যদিও নির্বাচন কমিশন নিজেদের অবস্থানে একেবারে অনড়। বিহারে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ায় গোটা ভারতের রাজনীতিতে এখন হৈচৈ পড়ে গিয়েছে। সেই পরিস্থিতিতেই বিএলও(BLO) নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল রাজ্যের বিরোধী দল কথা বিজেপি। যদিও পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেসও।
বিজেপির(BJP) দাবি বিএলও তালিকায় নাকি ১৫০ জন অস্থায়ী কর্মী রয়েছেন। তারা নাকি সকলেই শাসক দলের মদতপুষ্ট। এমন অভিযোগ এনেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে বিজেপি। তাদের দাবি যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং পার্শ্ব-শিক্ষকরা নাকি বিএলও তালিকায় রয়েছে। সূত্রের খবর নির্বাচন কমিশন ইতিমধ্যেই, জেলা নির্বাচন কমিশন আধিকারিক তথা জেলা শাসককে সেই তালিকা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
যদিও বিজেপির এই দাবি একেবারেই মানতে নারাজ রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস(TMC)। বরং বিজেপিকে কটাক্ষ করে তাদের সাফ বার্তা ভারতীয় জনতা পার্টি নাকি এখন অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে। খুব সম্ভবত দুর্গাপুজোর পরই হয়ত রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর। ইতিমধ্যেই এই এসআইআর শুরুর আগে প্রতিটি বিধানসভা অনুযায়ী বিএলও তালিকা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে একটি অভিযোগ জেলা বিজেপির পক্ষ থেকে সামনে এসেছে। আর তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
এই পরিস্থিতিতে দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলী জানান, “মালদা জেলার প্রতিটি বিধানসভা অনুযায়ী বিএলও তালিকায় স্বচ্ছতা নেই। বিএলও তালিকায় সহকারী শিক্ষক, পার্শ্ব-শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীর নাম রয়েছে। যেগুলো সরকার দ্বারা নয় দল দ্বারা পরিচালিত হয়। সেই জন্য প্রতিটি বিধানসভা অনুযায়ী নাম চিহ্নিত করে সেটিকে টিক মার্ক করে সন্দেহজনক সেই নামগুলি নির্বাচন কমিশনকে জানিয়েছি। মালদা জেলাশাসকের কাছেও আমরা একটা ইমেইল পাঠিয়েছি। কলকাতায় নির্বাচন কমিশনকেও ইমেইল পাঠানো হয়েছে। আমরা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এখনও পর্যন্ত ৫১ জনকে চিহ্নিত করতে পেরেছি। পাশাপাশি উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ৯৯ জনকে চিহ্নিত করতে পেরেছি, যারা সরকারের দলের মদতপুষ্ট বিএলও। এখন নির্বাচন কমিশন বুঝবে কাকে রাখবে, আর কার নাম বাদ দেবে। এই অবৈধ ভোটারগুলি রয়েছে বলেই ১৫ বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় রয়েছে।”
যদিও বিজেপির এই অভিযোগ একেবারেই মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের সাফ জবাব বিএলও-র বিষয়টি সরাসরি একটি সরকারি প্রক্রিয়া। সেখানে দলের কোনওরকম ভূমিকা থাকে না।
তৃণমূলও ইংরেজবাজার শহরের তৃণমূলের সভাপতি শুভদীপ স্যান্যাল জানান, “বিজেপি দলের নাম পরিবর্তন করে অভিযোগকারী দল করা উচিত। বিজেপি তো সমস্ত কিছুতেই অভিযোগ করছে। বিএলও দল নিয়োগ করে না, এটি একটি সরকারি প্রক্রিয়া। এই কথা যারা বলছেন তাদের কোনও ধারণা নেই। অভিযোগ করেও লাভ নেই।”







