রোহিত শর্মা(Rohit Sharma) যে এবার বিজয় হাজরে ট্রফিতে(Vijay Hazare Trophy) খেলবেন সেই কথা কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন তিনি। এরপর থেকেই শোনাযাচ্ছে যে বিজয় হাজারে-তে(Vijay Hazare Trophy) খেলতে নামবেন বিরাট কোহলিও। কিন্তু সেই পরিস্থিতিতেই একটা বড় বার্তা বোর্ডের তরফে। বিরাট(Virat Kohli) এবং রোহিতকে(Rohit Sharma) নাকি কোনওরকম জোর করেনি বিসিসিআই(BCCI)। বিজয় হাজারে ট্রফি খেলা নাকি একেবারেই এই দুই ক্রিকেটারের নিজস্ব ইচ্ছা।
বোর্ডের(BCCI) এমন কথা বলার পর থেকেই বাড়তে শুরু করেছে জল্পনা। যেখানে আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে বোর্ডই ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দিয়েছিল। সেখানেই এবার বোর্ড বলছে বিরাট(Virat Kohli) এবং রোহিতকে(Rohit Sharma) বিজয় হাজারে খেলার জন্য নাকি কোনওরকম বিশেষ নির্দেশই দেয়নি বিসিসিআই। হঠাৎ বিসিসিআই এমন কথা কেন বলছেন তা নিয়েই ক্রিকেট মহলে জল্পনা এখন তুঙ্গে।
রোহিত শর্মাতো অবশ্য সৈয়দ মুস্তাক আলির নক আউট পর্বে খেলার কথাও নাকি তাঁর ঘনিষ্ঠমহলে বলেছিলেন। কিন্তু বিসিসিআইয়ের এমন আচরণ অনেকের মনের মধ্যেই নানান প্রশ্ন তুলছেন। বিশেষ করে যে প্রশ্ন উঠছে তা হল, নির্বাচকরা সত্যিই চাইছেন না তারা ওডিআই বিশ্বকাপ খেলুক। এই নিয়েই এখন নানান জল্পনা চলছে।
শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে এই দুই ক্রিকেটার দেশের জার্সিতে ফিরেই নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখিয়ে দিয়েছেন। বিরাট কোহলি সর্বোচ্চ রান করে সিরিজের সেরা হয়েছেন। ব্যাটে বড় রান এসেছে খোদ রোহিত শর্মারও। এবার তারাই বলছেন খেলবেন বিজয় হাজারে ট্রফি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।





