দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে নামার আগে হঠাৎই প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরকে(Ajit Agarkar) ডেকে পাঠালো বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে আগামী ওডিআই বিশ্বকাপ এবং সেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলির(Virat Kohli) ভবিষ্যৎ নিয়ে টিম ম্যানেজমেন্টের কী পরিকল্পনা রয়েছে তা নিয়েই নাকি আলোচনা হবে। বিশেষ করে রোহিত এবং কোহলির পারফরম্যান্স দেখার পর থেকেই এমন আলোচনা শুরু হয়ে গিয়েছে।
দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেই বিধ্বংসী ফর্মে ছিলেন ভারতীয় দলের তারকা বিরাট কোহলি(Virat Kohli)। ওডিআই কেরিয়ারের ৫২ তম সেঞ্চুরিটা পেয়েছেন রাঁচিতেই। একইসঙ্গে ৫১ বলে ৫৭ রানের দুরন্ত অর্ধশতরানের ইনিংস খেলেছেন রোহিত শর্মাও(Rohit Sharma)। এরপর থেকেই তাদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। এরপরই যেন খানিকটা নড়ে চড়ে বসেছে বিসিসিআই।
বেশ কয়েকদিন ধরেই বিরাট কোহলি ও রোহিত শর্মার আসন্ন ওডিআই বিশ্বকাপ খেলা ঘিরে একটা জল্পনা চলছে। বিশেষ করে তাদের টেস্ট থেকে অবসরের পর আদৌ গৌতম গম্ভীরের পরিকল্পনায় তারা রয়ছেন কিনা। এরই মাঝে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছে ভারত। সেখানেই ওডিআই সিরিজে খেলছে তারা। শোনাযাচ্ছিল এই সিরিজের ওপর নাকি রোহিত এবং বিরাটের ওডিআই বিশ্বকাপ খেলার ভবিষ্যৎও অনেকটা নির্ভর করছে।
সেখানে প্রথম ম্যাচে নেমেই সেঞ্চুরি ইনিংস বিরাটের। অর্ধশতরানের ইনিংস রোহিত শর্মার। এরপরই বোর্ডের তলব বোর্ডের নির্বাচক থেকে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্বীরকে। যদিও সেখানে আরও অনেক বিষয় নিয়েই হবে আলোচনা। তবে মনে করা হচ্ছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিই সেখানে প্রধান আলোচনার বিষয়। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







