রাজ্যে SIR চলাকালীনই তৃণমূলের প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাড়ালেন তৃণমূলের বীরভূম জেলার সাংগঠনিক সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৃহস্পতিবার বীরভূমের বোলপুরে ভোট সুরক্ষা সভা ঘিরে ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “SIR নিয়ে ভয়ের কিছু নেই, আমাদের লোকেরা আছে ঠিক ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দেবে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। কারণ বর্তমানে দেশের ১২টি রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের (National Election Commission) তত্ত্বাবধানে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া— যেখানে দলীয় প্রভাবের কোনও সুযোগ নেই বলেই দাবি কমিশনের। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতার এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
অনুব্রত এদিন আরও বলেন, এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ “মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কাউকে জেলে যেতে হবে না।” তিনি এও উল্লেখ করেন, আসামে এনআরসি(NRC)-র সময় অধিকাংশ বাদ পড়া মানুষ হিন্দু, তাই বিভ্রান্তিতে না পড়ার বার্তাও দেন ভোটারদের।
অনুব্রতর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল প্রশ্ন তোলেন— “কিভাবে কোনও দলের লোক ভোটার লিস্টে নাম তুলতে পারে? এটিই প্রমাণ করছে বিএলও(BLO)-দের প্রভাবিত করার অভিযোগ সত্য।”
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি নির্বাচন কমিশনে ১৩ লক্ষ ২৫ হাজার ভুয়ো ভোটারের তালিকা জমা দিয়েছেন। এই পটভূমিতেই অনুব্রত মণ্ডলের এই মন্তব্য যে রাজ্য রাজনীতিতে আরও বিতর্ক বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না।







