মমতার পাল্টা অমিত শাহ। একাধিক ইস্যুতে যখন বিজেপিকে চাপে ফেলার কী রণকৌশল হবে, তা নির্ধারণ করতে আজ বিকেলে দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল মিটিং করবেন তৃণমূল সুপ্রিমো। ঠিক সেইদিনই অর্থাৎ সোমবার বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহও। এইদিন সন্ধ্যেবেলা বাংলায় ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে আলোচনা করার কথা শাহ’র।
ইতিমধ্যে বিহারের ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে তুমুল হইচই। এই এসআইআর-এর বিরোধিতা করে সুর চড়িয়েছে ইন্ডিয়া জোট, যার অন্যতম শরিক তৃণমূল। শুধু দলগত ভাবে নয়, সরকারি ভাবেও এই এসআইআর ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। চলতি বৃহস্পতিবার ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচী নিয়েছে তৃণমূলের প্রস্তাবে সায় দিয়ে। সেই বিক্ষোভে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তবে বাংলায় ২৬-শের আগে এই বাংলা ও বাঙালি ইস্যু আর এসআইআর নিয়ে আগাম সতর্কতা নিতে চাইছে পদ্ম শিবিরও। বিভিন্ন রাজ্যের মতো বাংলায় বিশেষ নিবিড় সংশোধনী লাগু হলে কী ভূমিকা হবে বিজেপি সাংসদদের, তা স্থির করতে বাংলার সাংসদদের নিয়ে শাহের বৈঠক বলে জানা গিয়েছে। পাশাপাশি বাংলা ও বাঙালি ইস্যুতে খনিকটা হলেও বাড়তি সুবিধাতে তৃণমূল। তার পাল্টা রণকৌশল ঠিক করতে দলীয় সাংসদদের সঙ্গে আলাদা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরাজ্যে এসআইআর লাগু হলে কীভাবে তার মোকাবিলায় ময়দানে নেমে কাজ করবে বিজেপি, তা নিয়ে বাংলার সাংসদদের পাঠ দেবেন অমিত শাহ। এর পাশাপাশি, আগামী ৯ আগস্ট অভয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের একবছরে যে নাগরিক মিছিলের ডাক দিয়েছে তাঁর পরিবার, তাতে পতাকা ছাড়া অংশ নিতে চায় বিজেপি। সেই মর্মে অমিত শাহকে নিজেদের কর্মসূচির কথা জানানো হয়েছে।







