আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে সেই সময় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার উপর জোর দিয়েছে বিসিসিআই(BCCI)। কিন্তু সেই নিয়মই যেন মানছেন না খোদ ভারতীয় দলের প্রধান নির্বাচক(Chief Selector)। কারণ এই রঞ্জি ট্রফিই(Ranji Trophy) হল ভারতী দলে সুযোগ পাওয়ার অন্যতম প্রধান মঞ্চ। ফলে সেখানেই যে নির্বাচকদের সবচেয়ে বেশি নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের(Ajit Agarkar) যেন সেদিকে খুব একটা বেশি খেয়ালই নেই।
বরং ভারতীয় দলের প্রতিটি বিদেশ ট্যুরের সময় তিনি কিন্তু নিয়মিত সদস্য হয়ে উঠেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় দলের হোয়াইট ওয়াশ হওয়ার পর দল নির্বাচন নিয়ে জোর সমালোচনা চলছে। সেখানে অজিতত আগরকরের(Ajit Agarkar) নামও যে বারবার উঠে আসছে তা বলার অপেক্ষা রাখে না। ক্রিকেটার নির্বাচনের পদ্ধতি নিয়েও উঠছে প্রশ্ন। সেই সময়ই আগরকরের(Ajit Agarkar) ঘরোয়া ক্রিকেট নিয়ে উদাসীনতার ছবিও ধরা পড়েছে।
দশকের পর দশক ধরে ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রধান মঞ্চ রঞ্জি ট্রফি(Ranji Trophy)। বিশেষ করে টেস্ট ফর্ম্যাটে সুযোগ পাওয়ার ক্ষেত্রে। সেখানেই যে নির্বাচকের উপস্থিতি অত্যন্ত জরুরী তা বলার অপেক্ষা রাখে না। নির্বাচকরাই তো ক্রিকেটারদের তুলে আনেন বরাবর। যদিও আগরকর জামানায় যেন খানিকটা বদলে গিয়েছে সেই ছবিটা। যখন ভারতীয় দলের খেলা নেই, সেই সময় নাকি আগরকর(Ajit Agarkar) আবার ব্যস্ত থাকেন গল্ফ খেলা নিয়ে কিংবা অন্যান্য কোনও অনুষ্ঠান নিয়ে।
তিনি নির্বাচক হওয়ার পর থেকেই বেশিরভাগ সময় ভারতীয় দলের সঙ্গে হোম এবং অ্যাওয়ে ম্যাচেই সময় কাটাচ্ছেন। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচের সময় তো ভারতীয় দলের সঙ্গে একেবারে নিয়মিত সদস্য হয়ে পড়েছেন তিনি। কিন্তু কেন এমনটা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের প্রতি কী দেশের প্রধান নির্বাচকই এখন উদাসীন হয়ে পড়েছেন।
আগরকরের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘরোয়া ক্রিকেটের সময় নির্বাচক কেন উপস্থিত থাকছেন না বেশিরভাগ জায়গায়, অনেকেই কিন্তু এই ঘটনাকে খুব একটা ভালোভাবে দেখছেন না। বোর্ডের নতুন নীতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের ওপর অত্যন্ত জোর দেওয়া হলেও, নির্বাচকের ভূমিকা প্রশ্ন তুলতেই বাধ্য করছে সকলে।







