হেমন্ত বিশ্বশর্মার সরকার যদি কোনো নোটিস পাঠায়, তাতে যেন কেউ সাড়া না দেয়। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আসামের সীমান্তবর্তী কোচবিহার-আলিপুরদুয়ার, আরও স্পষ্ট করে বললে উত্তরবঙ্গের একাধিক জেলার বাসিন্দাদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে আসাম সরকার। যা যথেষ্ট উদ্বেগের। ইতিমধ্যে এই বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই দুই জেলার নেতৃত্বদের স্পষ্ট বার্তা দিলেন অভিষেক।
এদিন এই কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ক্যামাক স্ট্রিটে এই দুই জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করে, সেখান থেকে নির্দেশ দেন, “অসম সরকার নোটিস পাঠালে কেউ গ্রহণ করবেন না, কেউ যাবেন না। ভয় ও পাবেন না। অসম সরকারের এনআরসির কোনও নোটিস গ্রহণ করবেন না। কেউ কোনও কাগজ দেখাবেন না। অসমেও কেউ যাবে না, এটাই দলের স্ট্যান্ড।”
সোমবার দুপুরে ক্যামাক স্ট্রিটে কোচবিহার ও আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক। জানা গিয়েছে, সেখানে ব্লক স্তরে বেশ কিছু রদবদলের পরামর্শ দেওয়া হয়েছে। যা ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।







