একদিকে স্পেশাল ইনটেনসিভ রিভিউ বা এসআইআরের মাধ্যমে রাজ্যে যেন ন্যায্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং এর পাশাপাশি বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপর যে নির্যাতনের অভিযোগ আসছে ২০২৬-কে পাখির চোখ করে এই দুই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের রুপরেখা তৈরি করতে ফের তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট, শুক্রবার বিকেল ৪টের সময় এই বৈঠক করবেন তিনি। ইতিমধ্যে বুধবার দলের তরফে গোপন সার্কুলার দিয়ে দলীয় স্তরে এই বৈঠকের কথা জানিয়েও দেওয়া হয়েছে।
দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সকল জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরও ওই বৈঠকে অংশ নেবেন। এর পাশাপাশি তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী ছাড়াও সমস্ত শাখা সংগঠনের প্রধান, রাজ্য তৃণমূল কমিটির সকল সদস্য, জেলা তৃণমূলের (মাদার) চেয়ারম্যান ও সভাপতি ছাড়াও সমস্ত ব্লক সভাপতিও অভিষেকের এই বৈঠকে থাকবেন।
ছাত্র-যুব মহিলা- সহ সমস্ত শাখা সংগঠনের জেলা সভাপতি ও চেয়ারম্যানকেও এই ভার্চুয়াল বৈঠকে ডাকা হয়েছে। প্রসঙ্গত, প্রায় দুমাস আগে একবার ভোটার তালিকা নিয়ে এভাবেই বৈঠক করেছিলেন অভিষেক। ফের আরও একবার আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।







