চলতি মাসের শুরুতেই দলের মধ্যে থেকেই কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন দলে গুরুত্ব না পেলে নতুন দল খুলবেন তিনি। তিনি যে শুধুমাত্র মুর্শিদাবাদ কেন্দ্রীক দল খুলতে চান না—সেখানে উত্তর দিনাজপুর, মালদা এবং নদীয়ারও যে একটা বড় অংশ থাকবে তাও স্পষ্ট করেছিলেন হুমায়ুন। এমনকী দলের হাইকম্যান্ডকে তাঁর সঙ্গে আলোচনায় বসার জন্য ১৫ আগস্টের ডেটলাইনও বেঁধে দিয়েছিলেন। এবার তৃণমূলের সেই বিক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন কবীরকে ডেকে পাঠাল তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত সপ্তাহ থেকেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে প্রতিটি জেলা ধরে ধরে তার নেতৃত্বের সঙ্গে একান্ত বৈঠক করছেন। সেই বৈঠকে যেমন দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আলোচনা হচ্ছে, তেমনই ২৬শে বিধানসভা নির্বাচনের রণকৌশলও তৈরি করে দিচ্ছেন অভিষেক। সেই মতো গত সপ্তাহে উত্তরের চার জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদহ জেলা নেতৃত্বের সঙ্গে দু-দফায় বৈঠক সারেন তিনি। আজ, অর্থাৎ সোমবার তিনি বৈঠকে বসবেন উত্তর দিনাজপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদের জেলার সাংগঠনিক নেতৃত্বদের নিয়ে। এই বৈঠকে ডাকা হয়েছে হুমায়ুন-সহ তিন জেলার দশ বিধায়ককে। সেক্ষেত্রে হুমায়ুন কবীরের বেঁধে দেওয়া ১৫ আগস্টের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক পেলেন ডেবরার বিধায়ক।
এই বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেছেন, “সর্বভারতীয় সাধারণ সম্পাদক দশদিন আগেই এই বৈঠকের ডাক দিয়েছিলেন। সুতরাং, আমি যাব না এমনটা হতে পারে না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।” যদিও এই বৈঠকের আগে নতুন দল গঠন নিয়ে মুখ খুলতে চাননি হুমায়ুন। তিনি মনে করেন তাঁর সম্মানের কথা মাথায় রেখেই দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। সেক্ষেত্রে দলের সিদ্ধান্তের পরই পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।
অতএব সব মিলিয়ে সোমবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বৈঠকে ডেবরার বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে কোনও বোঝাপড়াতে যাবে তৃণমূল হাইকমান্ড, নাকি হুমায়ুন কবীরকে নিয়ে অন্য কোনও পরিকল্পনা আছে দলের, তাও স্পষ্ট হয়ে যাবে এদিনের বৈঠকে। তাছাড়া একদা অধীর গড় বলে পরিচিত বহরমপুর নিয়ে সাংগঠনিক নেতৃত্বদের কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাও দেখার। সব মিলিয়ে ক্যামাক স্ট্রিটে সোমবারের হাইভোল্টজ বৈঠক ঘিরে ক্রমশই উত্তেজনার পারদ চড়ছে।







