২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি(GST) কার্যকর হয়েছে। মহালায়ার সন্ধেতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। তাঁর মন্তব্যে পরিপ্রেক্ষিতে এবার প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সামসদ অভিষেক বন্দ্যোবাধ্যায় (Abhishek Banerjee)। কটাক্ষের সুরে অভিষেকের স্পষ্ট কথা, বিজেপির(BJP) ভোট কমেছে বলেই নাকি এবার জিএসটি(GST) কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। নতুন জিএসটি ঘোষণার পরই তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) কিন্তু কেন্দ্রীয় সরকারকে বিঁধেছিলেন। এই নতুন নিয়মকে স্বাগত জানালেও, রাজ্যের কতটা ক্ষতি হয়েছিল তাও বলতে দ্বিধা করেননি তিনি।
এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের নীতি নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। পহেলগাম ঘটনার পরই প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন রক্ত এবং জল একসঙ্গে বইবে না। সেই কথা ধরেই অভিষেকের প্রশ্ন তবে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হচ্ছে কেমনভাবে।
মহালয়ার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রদানমন্ত্রী বলেছিলেন, এই নতুন জিএসটির মাধ্যমে দেশের গরীব এবং মধ্যবিত্তের সঞ্চয়ের পরিমাণ বাড়বে। নতুন সুযোগ তৈরি হবে, যার ফায়দা পাবে দেশের যুব সমাজ। শুধুমাত্র তাই নয় এই নিয়মের ফলে নাকি দেশের অর্থনীতিও আলাদা একটা গতি পাবে।
এসব কিছু শোনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাল্টা প্রশ্ন মোদি সরকারকে। সেইসঙ্গে কটাক্ষও করেছেন তিনি। তাঁর মতে বিজেপিকে নির্বাচনে মানুষ প্রত্যাক্ষাণ করেছে। আর সেই কারণেই নাকি এখন জিএসটি কমানোর সিদ্ধান্ত। প্রত্যাক্ষাণ না করলে নতুন জিএসটির সিদ্ধান্ত কখনোই নাকি নিত না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে চলা কেন্দ্রীয় সরকার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আসলে বিজেপির কোনওরকম দায়িত্ববোধই নেই। নোটবন্দীর সময় কী হয়েছিল আমরা সকলেই তা জানি। পহেলগাম ঘটনার সময় বলেছিল যে রক্ত এবং জল একসঙ্গে বইবে না। তবে কেমন করে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে এখন? একইসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সম্পাদকের প্রশ্ন, কর বাবদ বাংলা থেকে যে টাকা তারা নিয়ে গিয়েছে, রাজ্যকে কত টাকা দিয়েছে তারা”?
কেন্দ্রীয় সরকারের নতুন জিএসটি ২২ সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে। আর সেঙ্গেই রাজনৈতিক মহলে যে চাপানউতের শুরু হয়ে গিয়েছে তাও বেশ স্পষ্ট।







