সাধারণত আমরা বাঙালিরা শীতকালের মিঠে হিমেল হাওয়ায় এতদিন শহর এবং মফস্বলের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যোৎসব দেখে অভ্যস্ত। কিন্তু ভরা বর্ষায় নাট্যোৎসব! কী অবাক হয়ে গেলেন তো? তাও আবার শহর কলকাতায় নয়, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মতো একটি মফস্বল শহরে।
জয়নগর মজিলপুর সুভাষ বসু নাট্যচর্চা কেন্দ্র ‘এষণা’র ৫৮ তম বর্ষ উদযাপন উপলক্ষে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে অনুষ্ঠিত হয়ে গেল নাট্য উৎসব ২০২৫। এই উৎসবের শুভ সূচনা করেন জয়নগর মজিলপুর পৌরসভার পৌরপ্রধান। গুণিজন সম্বর্ধনা ও স্থানীয়দের নাচ-গান-আবৃত্তি সহযোগে দশ দিনের এই উৎসব ছিল এক কথায় বর্ণময়। বর্ষার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও প্রায় প্রতিদিনই দর্শকাসন ছিল পরিপূর্ণ। এই নাট্যোৎসবে দুই ২৪ পরগনা ছাড়াও কলকাতা-সহ একাধিক জেলার বিভিন্ন নাট্যদল অংশগ্রহণ করেছিল। এই বর্ষার মধ্যে এত দর্শকের সমাগমে খুশি তারাও। সমাপ্তি অনুষ্ঠানের দিন উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজন সংস্থাকে, দশ দিনের এই বর্ণময় আয়োজনের জন্য। এমনকী পাশে থাকার আশ্বাসও দেন তিনি। অন্যদিকে আয়োজক সংস্থার পক্ষ থেকেও এই নাট্যোৎসবকে চালিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়। সব মিলিয়ে মফস্বল শহরে এহেন আয়োজন সত্যিই দৃষ্টিনন্দন।







