মোহনবাগান সুপারজায়ান্টে(MBSG) সের্জিও লোবেরার সহকারী কোচ ডেভিড ডিওগ্রেসিয়া(David Deogracia)। শেষবার এই স্প্যানিশ কোচ রাশিয়ার এফসি ওরেনবার্গের(FC Orenburg) প্রধান কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু গুগল দেখাচ্ছে তাঁর কোচিংয়ে একটানা ১৪ ম্যাচে জয় না পাওয়ার পরই তাঁকে ছাটাই করেছিল এফসি ওরেনবার্গ। সেই কোচকেই এবার সহকারী হিসাবে সঙ্গে নিয়ে আসছেন মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরা(Sergio Lobera)। ভারতীয় ফুটবলে লোবেরার সাফল্য আকাশছোঁয়া। কিন্তু তাঁর সহকারীর স্ট্যাট দেখে সবুজ-মেরুন সমর্থকদের চিন্তা বাড়তেই পারে।
মোহনবাগানের(MBSG) দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে বড়সড় রদবদলের পথে হাঁটতে চাইছেন লোবেরা। সেখানেই তাঁর প্রথম সিদ্ধান্ত এই স্প্যানিশ সহকারী কোচ। ডিওগ্রেসিয়ার(David Deogracia) স্পেনে বেশিরভাগই ইউথ দলের কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এই প্রথমবার তাঁর ভারতে আসা। অন্যদিকে মোহনবাগানের সহকারী কোচ বদলে গেলেও, গোলকিপার কোচ এবং ফিজিওকে অপরিবর্তিতই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে আগামী ১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে প্রস্তুতি শুরু করে দিতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট। যদিও প্রথম কয়েকদিন মোহনবাগানের প্রস্তুতিতে দেখা যাবে না তাদের নতকুন কোচ সের্জিও লোবেরাকে(Segjio Lobera। কয়েকদিন পরই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
একইসঙ্গে দলের কয়েকটি জায়গায় নতুন ফুটবলারও চেয়েছেন মোহনবাগানের এই নতুন স্প্যানিশ বস। জানুয়ারী থেকে শুরু হতে চলেছে আইএসএল। তার আগে লোবেরার হাত ধরে মোহনবাগান ফের ছন্দে ফিরতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







