দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে রাঁচিতে নামবে ভারতীয় দল(India Team)। কিন্তু সেই ম্যাচের আগে হঠাৎই চর্চায় মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। না তিনি ভারতীয় ড্রেসিংরুমেও আসেননি। তাঁর গাড়িতে করে টিম হোটেলে গিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। শুধুমাত্র তাই নয়, বৃহস্পতিবার গোটা ভারতীয় দল গিয়েছিল তাদের ক্যাপ্টেন কুলের বাড়িতে। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে।
রাঁচিতে প্রথম ম্যাচে নামার আগে মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) বাড়িতে ডিনারে উপস্থিত হয়েছিলেন গোটা দল। সেখান থেকেই বিরাট কোহলিকে(Virat Kohli) নিজে গাড়ি ড্রাইভ করে একেবারে টিম হোটেলে পৌঁছে দিয়ে এলেন মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। আর সেই ছবি দেখেই এখন সকলে আপ্লুত। ধোনির পাশে বসেই তাঁর বাড়িতে থেকে এদিন হোটেলের দিকে রওনা দেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি(Virat Kohli)।
প্রায় একমাস পর ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে নামছেন বিরাট কোহলি(Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই ফের একবার দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। সেই দিকেই যে এখন গোটা ভারতীয় ক্রিকেট মহল তাকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রীভাবে হেরেছিল ভারত। ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। এবার তাদের সামনে রয়েছে ওডিআই ম্যাচের সিরিজ। মান বাঁচাতে এই সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। সেখানেই এবার বিরাট কোহলি ও রোহিত শর্মা মাঠে নামছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।







