৩৯ দিনের মাথাতেই প্রকাশ হল উচ্চমাধ্যমিকের(Higher Secondary) প্রথম পর্বের রেজাল্ট। পাশের হার ৯৩.৭২ শতাংশ। এই প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক(Higher Secondary) পরীক্ষা। তারই প্রথম পর্বের রেজাল্ট বেড়ো এদিন। শুক্রবার দুপুর দুটো থেকেই বিভিন্ন স্কুলে অন লাইনে দেখা যাচ্ছে সেই রেজাল্ট। নতুন সেমেস্টর পদ্ধতিতে অক্টোবরের মাঝামাঝিই এবারের রেজাল্ট বেড়নোর কথা ছিল।
উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানে রয়েছেন ৬৯ জন। তবে জেলা অনুযায়ী প্রথম স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তবে এই রেজাল্ট শুধু লিখিত পরীক্ষার ভিত্তিতেই হয়েছে। এবারই প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে হয়েছে উচ্চ মাধ্যমিক। সেখানেই গত ২২ সেপ্টেম্বর হয়েছে প্রথম পর্বের পরীক্ষা। সেই সময়ই শোনা গিয়েছিল যে অক্টোবরের মাঝামাঝিই নাকি রেজাল্ট বেড়োতে পারে।
প্রথম পর্যায়ের পরীক্ষা হয়ে গিয়েছে। আগামী বছর হবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের রেজাল্ট বেড়নোর পরই উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল বেড়োবে। প্রথম পর্বের রেজাল্টে জেলারই জয়জয়কার। কলকাতা স্থান পেয়েছে ১২ নম্বর স্থানে।







