হুমায়ুন কবিরকে(Humayun Kabir) নিয়ে ফের অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস(TMC)। বিস্ফোরক কথা বলার জন্য বারবারই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। কখনও সেটা বিরোধি দলের উদ্দেশ্যে হোক কিংবা নিজের দলের নেতাদের বিরুদ্ধেই বলুন। এবার তৃণমূলেরই(TMC) নেতাদের বিরুদ্ধে ফের একবার বেফাঁস মন্তব্য করলেন বিধায়ক হুমায়ুন কবির(Humayun Kabir)। রেজিনগর, বেলডাঙা সহ নয়দার বিধায়কদের ঢোরা সাঁপ বলে কটাক্ষ করলেন হুমায়ুন কবির। নির্বাচনের আগে তাঁর এই বক্তব্য যে ফের একবার রাজ্যের শাসক দলকে খানিকটা অস্বস্তিতে ফেলল তা বলাই যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিনগর(Razinagar) বিধানসভার(Assembly) বিকলনগরে ব্লক সভাপতির নেতৃত্বে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির(Humayun Kabir)। সেই সম্মেলন শেষেই সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। সেখানেই তাঁর সামনে রেজিলগরের গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্ন ওঠে। তাঁকে জিজ্ঞাসা করা হয় একদিকে যখন যেখানে ব্লক সভাপতি বিজয় সম্মেলনি করছেন, সেই সময়ই আবার পাল্টা বিজয়া সম্মিলনী করছেন রেজি নগরেরই বিধায়ক রবিউল আলম চৌধুরী। আর তার উত্তর দিতে গিয়েই ফের বেফাঁস মন্তব্য হুমায়ুনের। দলের এই সব নেতাদের ঢোরা সাঁপ বলেই কটাক্ষ করেছেন তিনি।
হুমায়ুন কবির বলেন, “এরা আসলে ঢোরা সাপ। এদের যে কোনওরকম ভূমিকা নেই তা দলকে জানানো হয়ে গিয়েছে”।
হুমায়ুনের এমন মন্তব্যের পরই কিন্তু রাজ্য রাজনীতি ফের সরগরম। বারবারই বেলাগাম কথা বলে শাসক দলের অস্বস্তি বাড়িয়েছেন হুমায়ুন কবির। এবার দলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে ফের একবার প্রকাশ্যে মন্তব্য করেছেন হুমায়ুন।
শুধু রেজিনগরই নয়, বেলডাঙা এবং নওয়দার বিধায়কদেরও নাম না করে কটাক্ষ করেছেন তৃণমূলের এই বিধায়ক। দিন দুয়েক আগেও এমন মন্তব্য করেছিলেন তিনি। সেই একই ঘটনার পূণরাবৃত্তি ফের ঘটালেন হুমায়ুন কবির। শাসক দলের অস্বস্তি যে বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।







