বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় কংগ্রেস পার্টি(Congress) অফিসে সাংবাদিক সম্মেলন করেন উত্তর ২৪ পরগনা গ্রামীন জেলা কংগ্রেসের সভাপতি ইন্দ্রানী দত্ত চ্যাটার্জি। সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ভোটের আগে নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের(Motua) বিপদে ফেলা হচ্ছে। ঠাকুর বাড়িতে ঘন্টার পর ঘন্টা তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি নিজে ঠাকুরবাড়িতে এসেছিলেন মতুয়ারা তার কাছে বিভিন্ন অভিযোগের কথা বলেছিলেন। মতুয়াদের(Motua) নাগরিকত্ব সুনিশ্চিত করতে মতুয়াদেত সার্বিক উন্নয়ন এবং জাতি গণনার দাবীতে ঠাকুরনগর স্টেশন সংলগ্ন ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে সত্যাগ্রহ করবেন তারা। ইন্দ্রানির দাবি, কেন্দ্র সরকার যত তাড়াতাড়ি জাতি গণনা শুরু করবে তত তাড়াতাড়ি মতুয়ারা স্বীকৃতি পাবে।
কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে শান্তনু ঠাকুর পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন। তিনি বলেন, মতুয়া উদ্বাস্তু মানুষেরা হয়রানি হয়েছে কংগ্রেসের কারণে। পূর্ব বাংলার মানুষেরা উদ্বাস্তু হওয়ার পেছনেই কংগ্রেস। আজকের মতুয়া দরদী হয়েছেন সামনে ভোট আসছে তাই মতো। মতুয়াদের ভোট দরকার? মতুয়াদের জন্য কি করেছেন?
অন্যদিকে মমতা ঠাকুর পন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, দেশ ভাগের পরে ওপার বাংলা থেকে আসা মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব সুনিশ্চিত করার জন্য কংগ্রেস কখনো ভাবেনি। কংগ্রেস এই পদক্ষেপ নেওয়ার কারণে মতুয়া এবং উদ্বাস্তু মানুষেরা বিজেপির পাতা ফাঁদে পা দিতে হয়েছে । হয়রানি হচ্ছে। এই হয়রানির দায় কংগ্রেসও এড়াতে পারে না। এখন যদি তারা রাজনীতি করতে না এসে সত্যি সত্যি মতুয়াদের অসুবিধা নিয়ে পাশে দাঁড়াতে চায় তাহলে তাদের স্বাগতম।
এই বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, এভাবে রাজনীতিতে ভেসে থাকা যায় না। কংগ্রেসের কথা কেউ শোনেনা। মতুয়ার নাগরিকত্বের জন্য ঠাকুরবাড়িতে যাচ্ছে এবং তারা নাগরিকত্ব পাচ্ছে।







