সরকারি প্রকল্পকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে গত মাসে নবান্ন থেকেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রান্তিক মানুষ যেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয় সেকারণেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। এবার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিজেপির পঞ্চায়েত প্রধান। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের প্রশংসা করলেন খোদ বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান।
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কোনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান সমীর বিশ্বাস বুধবার কোনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের করঙ্গ প্রাইমারি স্কুলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে উপস্থিত হন। ওখান থেকেই এই প্রকল্পকে জনমুখী প্রকল্প বলে আখ্যা দেন। তিনি বলেন, “রাজ্য সরকার যদি আমাদের ট্যাক্সের টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যবহার করে তাহলে অবশ্যই ভালো কাজ। আমি এটাকে পূর্ণ সমর্থন করি। এতে করে গ্রামের প্রান্তিক মানুষ উপকৃত হবে। যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। আবার খারাপ কাজের সমালোচনা করতে হবে। আগে কোন সরকার এমন কাজ করেনি। এই সরকার মনে করেছে সাধারণ মানুষের এই কাজ প্রয়োজন, তাই করছে।আমি এ কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”
যদিও এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন, “বিজেপি পঞ্চায়েত প্রধান কোন পরিপ্রেক্ষিতে এ ধরনের মন্তব্য করেছেন তা আমার জানা নেই। আমি পুরো বিষয়টা জেনে তবেই বলতে পারব।”
অন্যদিকে এই ঘটনায় বিজেপি প্রধানের দূরদর্শীতার বাহবা দিয়েছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি জানিয়েছেন, “বিজেপিতে নিশ্চিত কিছু ভালো মানুষ আছে। তার মধ্যে সমীর একজন। ও বুঝতে পেরেছে বাংলা ও বাঙালির প্রতি বঞ্চনার প্রতিবাদ করা উচিত। তাই তো অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে।” আসলে বিজেপির পঞ্চায়েত প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদী মনোভাবের তারিফ করে পরোক্ষে যে বিজেপির বাংলা বিরোধিতার প্রতিবাদ করতে চেয়েছেন বলেই মনে করছেন তৃণমূল সভাপতি।







