উত্তর ২৪ পরগনার বসিরহাটে খোলাপোতায় টাকি রোডের উপর লরিতে দাউ দাউ করে জ্বলছে আগুন, এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকায়। বসিরহাটের খোলাপোতা এলাকায় টাকি রোডের পাশে এক গ্যারেজে লরি মেরামতির সময় হঠাৎই আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যারেজে লরির ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই স্পার্ক থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো লরিতে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে দৌড়োদৌড়ি করে লোকজন। সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় যানচলাচল। প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার ফলে লরিটি সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গেছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।







