একুশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন ফিরহাদ হাকিম। সপ্তাহের শুরুতেই কলকাতা কার্যত জন-অরণ্যে পরিণত হয়েছে। ধর্মতলার রাস্তা একপ্রকার তৃণমূল কর্মী-সমর্থকদের দখলে। আর এই ভরা সভা থেকেই গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করে ফিরহাদ বলেন,”বাংলায় বেশি লাফালাফি করছে বিজেপি। মনে রাখবেন বঙ্গ বিজেপি আসলে ছাগলের তিন নম্বর বাচ্চা।” এখানেই শেষ নয়, বিজেপির কারণে গোটা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হচ্ছে বলে মত ফিরহাদের, তিনি বলেন, “রাজ্যে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বিজেপি। গোটা দেশে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে বিজেপির কারণে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে অত্যাচার করা হচ্ছে।”
এদিন তার ভাষণে নন্দীগ্রাম-সিঙ্গুরের কথাও উঠে আসে। তিনি বলেন,”আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি। নন্দীগ্রাম-সিঙ্গুরে লড়াই করেছি। সেসব যেন না ভুলে যাই।” এদিন বিজেপির পাশাপাশি সিপিএমকেও তীব্র আক্রমণ শানিয়ে ফিরহাদ বলেন, “আমরা সিপিআইএমের সঙ্গে লড়াই করেছি। মনে রাখতে হবে আজ শহীদদের রক্তেই বাংলা সিপিআইএম মুক্ত।”







