তারাপীঠ মন্দির থেকে ফেরার পথে আটক করা হল পুর্ণার্থী বোঝাই বাস। বীরভূমের মল্লারপুর থানার এলাকার কিষান মান্ডির কাছে। বাসটিকে আটক করে মল্লারপুর থানার পুলিশ। ঘটনাটি বুধবার সকালের। দিনভর আটকে রাখা হয় শিশু-মহিলা সহ প্রায় ৬০ জনকে। পরে বুধবার মাঝরাতে ছেড়ে দেওয়া হয় বাসটিকে। অভিযোগ, আটকে রাখা হলেও যাত্রীদের ন্যূনতম খাবার ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়নি। এর প্রতিবাদে ১৪ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
জানা গিয়েছে উওরপ্রদেশের গোরক্ষপুর থেকে একটি বেসরকারি বাস রিজার্ভ করে তারাপীঠ মন্দির দর্শন করে সেখান থেকে বাসটির গঙ্গাসাগর হয়ে দেওঘর ফেরার কথা। সেই সময় বীরভূমের মল্লারপুরের কাছে রাজ্য পরিবহণ দফতর বাসটিকে আটক করে পারমিট দেখতে চান। অভিযোগ বাসের চালক পারমিট দেখালে তা জাল পারমিট বলে দাবি পরিবহন দফতরের। বাসটিকে ১,৯৪,৪৪৫ টাকা ফাইন করা হয়। এবং তা অনলাইনে পেমেন্ট করতে বলা হলে সাথে সাথে তা দিতে অস্বীকার করেন চালক। সেই টাকা না দেওয়ার কারণে বাসটিকে দিনভর আটকে রেখে দেয় পরিবহন দফতরের আধিকারিকরা। খবর জানাজানি হতেই আসরে নামে এলাকার বিজেপি কর্মীরা। তারা প্রশাসনের সঙ্গে আলোচনা করলেও বাসটিকে ছাড়তে রাজী হয়নি । এরপরই ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেন বাসের যাত্রীরা। পরে মল্লারপুর থানার পুলিশ তাদের সরিয়ে দিয়ে অবরোধ তোলে। পরে গোরক্ষপুরে ফিরে গিয়ে জরিমানার টাকা দিয়ে দেওয়া হবে, এই মুচলেকা লিখিয়ে বাস টিকে ছেড়ে দেওয়া হয়।







