মালদা, ১২ জুলাই: তৃণমূলের প্রভাবশালী নেতা, এক সময়ের মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর আইনজীবীর লাইসেন্স বাতিল করা হল। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে একথা জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল অ্যাসোসিয়েশন। আদালত অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সভাপতিকে শোকজ ইস্যু করেছিল হাইকোর্ট। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে গোটা বিষয়টি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব।
ঘটনার সূত্রপাত ২০২২ সালে। সেসময় কৃষ্ণেন্দুবাবুর বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ দায়ের করেছিলেন মালদার অন্যতম নামি আইনজীবী সঞ্জয় কুমার শর্মা। তাঁর অভিযোগ ছিল, নিয়ম অনুযায়ী একজন আইনজীবী অন্য কোনও পেশায় যুক্ত থাকতে পারেন না ৷ কিন্তু কৃষ্ণেন্দুবাবু একজন ব্যবসায়ী ও প্রোমোটার৷ তাই আইন মেনে তাঁর আইনজীবীর লাইসেন্স বাতিল করা হোক ৷
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ই অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ ওইদিন দুপুর ২টোর সময় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সভাপতি কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যবাচী ভট্টাচার্য ৷







