ফের সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ গ্রেপ্তার দুই ভারতীয় দালাল। মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায় জামিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করে। ধৃতরা সাকিরুল ইসলাম, মোঃ সিরাজুল, মোঃ শামসুল শাকিল শেখ ও সঞ্জিত কর্মকার। সকলেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। ঘটনায় আশ্রয়দাতা জামিরুল শেখ ও তোফাজ্জল শেখকে গ্রেফতার করে লালগোলা থানার পুলিশ। অন্যদিকে রানীনগর থানার পুলিশ আজ ডিগ্রি এলাকায় তল্লাশি চালিয়ে তিনজন বাংলাদেশীকে ও একজন সহযোগীকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম তারিকুল ইসলাম, আব্দুল রহমান ও মোহাম্মদ সাহেব আলী। সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকার বাসিন্দা। ধৃতদের সহযোগিতা করার অভিযোগে সাদ্দাম হোসেন রাণীনগর থানা এলাকার বাসিন্দা তাকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিদেশি আইনে মামলা রুজু করে আদালতে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হবে। এর সঙ্গে কে বা কারা আরো জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এদের কী উদ্দেশ্য ছিল সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।







