সুকান্তর সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপিরই একদল সমর্থকদের

ডায়মন্ডহারবারের সরিষায় আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির(BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। সুকান্তর(Sukanta Majumdar) সামনেই উঠল এবার দিলীপ ঘোষের নামে স্লোগান। বিক্ষোভে ফেটে পড়ল বিজেপিরই একদল সমর্থক। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই চিত্র যে খানিকটা হলেও বিজেপির বিরম্বনা বাড়াল তা বলার অপেক্ষা রাখে না। সরিষায় কয়েকদিন আগে আক্রান্ত বিজেপি(BJP) কর্মীদের দেখতে গিয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। সেখানেই তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপিরই একদল সমর্থক। বিজেপির এই গোষ্ঠী কোন্দল সামনে আসতেই কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল নেতৃত্বও। তাদের সাফ বক্তব্য বাংলাকে যেভাবে কেন্দ্রের বিজেপি(BJP) সরকার অসম্মান করছে, বাংলার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে, দলের একাংশ তা কোনওভাবেই মানতে পারছে না। তাই এই বিক্ষোভ। যদিও বিজেপির বঙ্গ নেতৃত্ব এই বিক্ষোভকে একেবারেই বাড়তি আমল দিতে নারাজ। তাদের আবার বক্তব্য যে যারা এই বিক্ষোভ দেখিয়েছিল তারা নাকি কেউই বিজেপির সমর্থক নয়। একইসঙ্গে আবার প্রশ্ন উঠছে যে হঠাৎ করে সুকান্তর সামনে দিলীপ ঘোষের নামেই বা কেন বিক্ষোভ দেখিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। তবে কী বিজেপির অন্দরেও গোষ্ঠী কোন্দল চলছে জোরকদমে। যদিও বিজেপির বক্তব্য অনুযায়ী যারা এই বিক্ষোভ দেখাচ্ছে তারা নাকি কেউই বিজেপির সমর্থক নয়। যদিও রাজনৈতিক মহলের কাছে বিধানসভা নির্বাচনের আগে এই কোন্দলের দৃশ্য নাকি বেশ তাৎপর্যপূর্ণ।
আইসিকে কটুক্তি করেছিলেন অনুব্রত, সেই লিটনই বদলি জলপাইগুড়িতে

কয়েকমাস আগেই যে আইসিকে কটুক্তি করার অডিও অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) ভাইরাল হয়েছিল, সেই আইসিকেই(IC) এবার সরানো হল বোলপুর(Bolpur) থেকে। তবে শুধুমাত্র তাঁকে নয়, রাজ্যে পুলিশের পদে বড়সড় রদবদল ঘটানো হল এবার। ১৬৮ জন পুলিশ কর্তাকে বদল করা হয়েছে। সেই তালিকাতেই নাম রয়েছে বোলপুর থানার আইসি লিটন দাসের(Liton Das)। বোলপুর থেকে জলপাইগুড়িতে বদল করা হয়েছে তাঁকে। বেশ কয়েকমাস আগেই হঠাৎ করে খবরের শিরোনামে চলে এসেছিলেন অনুব্রুত মণ্ডল(Anubrata Mondal)। তাঁর গালি গালাজ দেওয়া একটি অডিও ভাইরাল হয়েছিল। সেখানেই শোনা গিয়েছিল যে বোলপুর থানার আইসি লিটন দাসকে(Liton Das) উদ্দেশ্য করে নানা খারাপ মন্তব্য করছিলেন অনুব্রত মণ্ডল। সেই ঘটনা বঙ্গ রাজনীতি মহলে বেশ হৈচৈ ফেলে দিয়েছিল। এবার সেই লিটন দাসই(Liton Das) বদলি হয়ে গেল। তবে তাঁর জায়গায় বোলপুরের নতুন আইসি হয়ে কে আসছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। বুধবার রাতে রাজ্য পুলিশের তরফ থেকে এক তালিকা প্রকাশ করা হয়। সেখানেই ঝাড়গ্রাম থেকে বোলপুর সহ বিভিন্ন জায়গায় পুলিশ কর্তাদের বদলি করা হয়েছে। সেই তালিকাতে একসময় চর্চায় থাকা লিটন দাসের নামও রয়েছে। এটা দেখার পর থেকেই যে বঙ্গ রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।