ঠাকুর নগরের সভা থেকে এসআইআর নিয়ে তোপ মমতার

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন(Assembly Election)। তার আগেই এসআইআর নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। এবার মতুয়াদের এলাকা থেকেই কেন্দ্রের বিজেপি(BJP) সরকরকে একহাত নিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সভা থেকেই মমতার মুখে স্পষ্ট বার্তা, বীরভূমে জন্মেছে বলেই কিছু করতে পারছে না। নইলে তাঁকেও হয়ত এসআিআরের নাম করে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হত। বিধানসভার দিন যত এগিয়ে আসছে। ততই তৃণমূলও বাংলা ও বাঙালি অস্মিতায় শান দিতে শুরু করেছে। এসআইআর ঘোষণা হওয়ার আগে থেকেই বাংলা ও বাঙালির ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস(TMC)। বারবারই তারা বিভিন্ন জায়গায় বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদে যেমন সোচ্চ্বার হয়েছিল। তেমনই বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের নাকি নানান অত্যাচারের সম্মুখীনও হতে হওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন মতুয়াগড়ে সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেও তাঁর মুখে বারবার বাংলা ও বাঙালির বিষয়ও উঠে এল। মতুয়াগড় ঠাকুরনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি? ভীরভূমে জন্মেছি, নইলে আমাকেও বাংলাদশি বলে দিত”। তিনি আরও বলেন, ”ভয় পাবেন না। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে। আমি থাকতে কারও গায়ে হাত দিতে দেব না।” আগামী ডিসেম্বরেই এসআইআরের তালিকা প্রকাশ হবে। সেই তালিকার পর যে বহ্গ রাজনীতি অন্যদিকে মোর নিতেই পারে তা বলার অপেক্ষা রাখে না।