মহালয়ার আগেই পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

মহালয়ার(Mahalaya) আগেই পুজো মন্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শনিবার শ্রীভূমির(Sreebhumi Sporting Club) পুজো দিয়েই মন্ডপ উদ্বোধনের শুরুটা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী রবিবার মহালয়া। বেশ কয়েক বছর ধরেই মহালয়ার আগে থেকে পুজো মন্ডপ উদ্বোধন করছেন বাংলার মুখ্যমন্ত্রী। দুর্গা পুজো এখন শুধু পুজো নয়, উৎসব। সেইসঙ্গে বহু মানুষের রোজগারের পথও। সব দিক বিচার করেই হয়ত মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত। আগামী ২০ সেপ্টেম্বর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের(Sreebhumi Sporting Club) পুজোর উদ্বোধন দিয়েই শুরু হবে মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) এবারের কর্মসূচির উদ্বোধন। এরপর ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন দুপুরে যোগ দেবেন জয় বাংলার আসরে। সেখান থেকেই তিনি একাধিক পুজো মন্ডপের উদ্বোধন করবেন। রবিবার সব মিলিয়ে মোট পাঁচটি পুজো মন্ডপের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে ২২ ও ২৩ সেপ্টেম্বরের তালিকা সবচেয়ে দীর্ঘ। ২২ সেপ্টেম্বর চেতলা, হরিদেবপুর মিলিয়ে প্রায় ২৩টি পুজো মন্ডপের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ তারিখের তালিকাটা অবশ্য আরও দীর্ঘ। সেদিনই মুদিয়ালি, শিবমন্দির, একডালিয়ার মতো পুজোর মন্ডপের উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এবারের পুজোতে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। পূর্বাভাস রয়েছে মহালায়ার সময় থেকেই নাকি আকাশের মুখ ভার থাকবে। এমনকি মহালয়ার দিনই হাল্কা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে শনিবার থেকে পুজো মন্ডপ গুলো উদ্বোধন হয়ে গেলে যে সাধারণ মানুষের পুজো দেখার অনেকটাই সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকর্মা পুজো শেষ হতেই পুজো পুজো ভাব এসে গিয়েছে। এবার শুধুই ডাকে কাঠি পড়ার অপেক্ষায় সকলে।
প্রয়াত জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়েই দুর্ঘটনা

প্রয়াত ইয়া আলি খ্যাত গায়ক জুবিন গর্গ(Zubeen Garg)। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া ভারতীয় বিনোদনের জগতে। সিঙ্গাপুরে নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে(North East India Festival) যোগ দিতে গিয়েছিলেন তিনি। আগামী ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই ফেস্টিভল চলবে। সেখানেই যোগ দিতে এসে না ফেরার দেশে চলে গেলেন বলিউড থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাপানো গায়ক জুবিন গর্গ(Zubeen Garg)। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতের বিনোদন জগতে। গ্যাঙ্গস্টার(Gangstar) সিনেমার ইয়া আলি গান দিয়েই গোটা ভারতীয় বিনোদন জগতের মন জিতে নিয়েছিলেন এই তারকা গায়ক। এরপর বহু সুপার হিট গান সকলকে উপহার দিয়েছেন জুবিন গর্গ। কিন্তু একটা স্কুবা ডাইভিংয়েই(Scuba Diving) সব শেষ। সিঙ্গাপুরে(Singapore) অনুষ্ঠানে নামার আগে স্কুবা ডাইভিম করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছিলেন জুবিন(Zubeen Garg)। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা গায়ক। জুবিনের মৃত্যুতে শোকস্তব্ধ অসম। মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসমের(Assam) মন্ত্রী সহ ভারতীয় বিনোদন জগতের সকলে। গত ৪ সেপ্টেম্বরই সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন জুবিন। সিঙ্গাপুরের নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতেই গিয়েছিলেন তিনি। সেখানেই স্কুবা ডাইভিংয়ে নেমেছিলেন এই তারকা গায়ক। সূত্রের খবর সেই সময় থেকেই নাকি তাঁর দমের সমস্যা দেখা দিয়েছিল। আর তাতেই সব শেষ। তড়িঘড়ি তাঁকে সমুদ্র থেকে তোলার পাশাপাশি সঙ্গেসঙ্গে সিপিআরও দেওয়া হয়। এরপরই জুবিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। জুবিন গর্গকে ভয়েজ অব অসম বলা হত। গ্যাঙ্গস্টার সিনেমার ইয়া আলি গানের পাশাপাশি বহু বাংলা সিনেমাতে গান গেয়েছেন তিনি। চিরদিনই তুমি যে আমার সিনেমায় তাঁর গাওয়া পিয়া রে গান এখনও প্রতিটা বাঙালির মনে জায়গা করে রেখেছে। সেই গায়কেরই এমন অকস্মাত মৃত্যুতে শোকাহত সকলে। সোশ্যাল মিডিয়ায় জুবিনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সকলেই।
পুজোর মুখে ফের কি বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস

পুজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালিদের প্রাণের উৎসব দুর্গাপুজো। এরই মধ্যে চারিদিকে বেশ উৎসবমুখর আবহ তৈরি হয়ে গেছে। এখন তো মহালয়ার পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় উপচে পড়ে। ষষ্টী-সপ্তমীর জন্য আর অপেক্ষা করে থাকে না কেউ। তবে এবার বর্ষার পরিমাণ গত বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি হওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন অনেক পুজো উদ্যোক্তা। সেক্ষেত্রে আগামী রবিবার মহালয়া। তারপর থেকেই শুরু হবে দেবীপক্ষ। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্নের মেঘ উঁকি দিচ্ছে তা হল, এবার পুজোয় বৃষ্টি হবে না তো? এ বিষয়ে কী বলছে হাওয়া অফিস, আসুন দেখে নিই (Weather Reports)। গত দু দিন রোদ ঝলমলে আবহাওয়া দেখে আপনিও নিশ্চয় এতক্ষণে পুজোর প্ল্যানিং শুরু করে দিয়েছেন। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট দেখার পর আপনার কপালেও যে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। হাওয়া অফিস বলছে, আজ অর্থাৎ শুক্রবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ শতাংশ। দক্ষিণবঙ্গের সব জেলায় মোটামুটি ভাবে একই রকম আবহাওয়া থাকলেও পূর্ব বর্ধমানের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পালাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত যে এবারের পুজোতে মাথাব্যথার কারণ হতে পারে তারও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় প্রযুক্তিবিদের

রাতারাতি বাণিজ্য শুল্ক বাড়ানো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের(United States) সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এমনিতেই বেশ খানিকটা শিথিল হয়েছে। এই পরিস্থিতিতে এবার খোদ মার্কিন(United States) মুলুকে পুলিশের গুলি মারা গেলেন ভারতীয় যুবক। তেলাঙ্গানার মহবুবনগর জেলার ৩০ বছর বয়সী মহম্মদ নিজামুদ্দিন পেশায় ছিলেন প্রযুক্তিবিদ। ২০১৬ সালে ফ্লোরিডা কলেজে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে (United States) গিয়েছিলেন তিনি। তারপর সেখান থেকে এমএস ডিগ্রি অর্জনের পর, তিনি সেখানকারই একটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ শুরু করেন। পরে পদোন্নতির ফলে তিনি ক্যালিফোর্নিয়ায় চলে যান। মহম্মদ নিজামুদ্দিনের বাবা মহম্মদ হাসনুদ্দিন সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন, গত ৩ সেপ্টেম্বর তাঁর ছেলের সঙ্গে এই ঘটনা ঘটে। সম্ভবত সেদিন রুমমেটের সাথে এসি নিয়ে ঝগড়া হয় নিজামুদ্দিনের। সেই ঝামেলা এতটাই ভয়াবহ ছিল যে ছুরি নিয়ে একে অন্যের দিকে তেড়ে যায়। সেসময় নাকি পুলিশ এসে ঘরে থাকা ব্যক্তিদের হাত দেখাতে বলে। তাতে একজন রাজি হলেও, অন্যজন রাজি হয়নি। এরপরই নাকি পুলিশ চার রাউন্ড গুলি চালায় এবং তখনই গুলিবিদ্ধ হন নিজামুদ্দিন। তবে ঘটনার বিস্তারিত তথ্য নিজামুদ্দিনের বাবারও অজানা। তাঁর ছেলের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনও জানিয়েছেন মহম্মদ হাসনুদ্দিন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা একটি চিঠিতে মহম্মদ হাসনুদ্দিন বলেছেন, “আজ সকালে, আমি জানতে পারি যে আমার ছেলেকে সান্তা ক্লারা পুলিশ গুলি করে হত্যা করেছে এবং তাঁর মৃতদেহ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার কোনও এক হাসপাতালে রয়েছে। পুলিশ তাঁকে কেন গুলি করে হত্যা করেছে তার আসল কারণ আমি জানি না। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যদি ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাস এবং সান ফ্রান্সিসকোতে ভারতের কনস্যুলেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করে আমার ছেলের মৃতদেহ মাহাবুবনগরে ফিরিয়ে আনতে সাহায্য করেন।” গত বৃহস্পতিবার মজলিদ বাঁচাও তাহরিক (MBT) মুখপাত্র আমজেদ উল্লাহ খান এক্স হ্যান্ডেলে মৃত নিজামুদ্দিনের বাবা হাসনুদ্দিনের তরফে জয়শঙ্করকে লেখা চিঠিটি শেয়ার করেন, যেখানে তিনি বিদেশমন্ত্রীকে এই বিষয়ে ওই পরিবারকে সাহায্য করার অনুরোধও জানান। সব মিলিয়ে মৃতের বাবার দেওয়া তথ্য অনুযায়ী এটা অনেকটাই স্পষ্ট যে, মৃত নিজামুদ্দিনের বিষয়ে তাঁর পরিবারও অনেকটাই ধোঁয়াশায়। এখন দেখার, এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।