সুকান্ত মজুমদারকে ঘিরে ‘জয় বাংলা’ শ্লোগান তৃণমূল কর্মীদের

বাংলা ও বাঙালি আবেগকে যে ২৬শে বিধানসভায় পাখির চোখ করতে চাইছে তৃণমূল কংগ্রেস, তা একপ্রকার স্পষ্ট। বিজেপি শাসিত ভিনরাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী ২১শের মঞ্চ থেকেও বাঙালি অস্মিতায় বিজেপির বিরুদ্ধে সরব হয়ে জেলায় জেলায় ভাষা আন্দোলনের ডাক দেন তিনি। ওই মঞ্চ থেকেই বিজেপি নেতাদের দিয়ে ‘জয় বাংলা’ বলানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল উদ্বোধনে এসে রবিবার দমদম স্টেশনে তৃণমূল কর্মী-সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এ দিন, শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনের উদ্বোধন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। এসি লোকালটি শিয়ালদহ থেকে তাঁদের নিয়ে দমদমে আসে। সেসময় হঠাৎ করে INTTUC-র একদল সদস্য স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা বলতে থাকেন বিজেপি বাংলা বিরোধী। ওঠে ‘জয় বাংলা’ শ্লোগানও। এরপরই দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। রীতিমত তুলকালাম পরিস্থিতি। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা স্টেশন চত্বরে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি জানান, “রেলমন্ত্রীকে পুরো বিষয়টাই জানাব। যা যা ঘটেছে তার ভিডিও করতে বলেছি। ভাল করে ভিডিও করে আরপিএফ-কে দিয়ে রেলমন্ত্রীকে পাঠাব। এরা সকলে তৃণমূলের পতাকা নিয়ে এসেছিল। INTTUC-র লোক নাকি কে জানে, কিন্তু সবাই শ্রমিক সেজে এসেছিল। পরিকল্পিত ভাবেই এটা ঘটানো হয়েছে।”
আলাস্কায় ট্রাম্প-পুতিন শান্তি বৈঠকের আগে, বিস্ফোরক অভিযোগ ভলোদিমির জেলেনস্কির

গত সপ্তাহে ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছিল, আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে তিনি দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাঁর এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য বলেই দাবি করেছেন তিনি। যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে দুই পক্ষের ‘এলাকা বিনিময়’ সংক্রান্ত কিছু শর্তও। আর এই শর্তেই আপত্তি জানিয়েছেন জেলেনস্কি। সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ ট্রাম্প লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার, ১৫ আগস্ট অনুষ্ঠিত হবে আলাস্কার গ্রেট ইস্টে।’ পরবর্তী কালে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর আলাস্কায় এই বৈঠকের আগেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, ভ্লাদিমির পুতিন বিশেষ মূল্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি বিক্রি করার চেষ্টা করছেন। ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “যুদ্ধের ন্যায্য অবসান হতে হবে, এবং রাশিয়াকেই তা করতে হবে। কারণ তাদের তরফ থেকেই যুদ্ধ শুরু করা হয়েছে। তাই শেষও তাদেরকেই করতে হবে। কোনও তাৎক্ষণিক যুদ্ধ বিরতি নয়, এক্ষেত্রে প্রয়োজন প্রকৃত স্থায়ী শান্তি। কিন্তু পুতিন বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নাকি তাঁকে তাৎক্ষণিক যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন।” আর এক্ষেত্রে পুতিন সর্বোচ্চ মূল্যে হত্যা বন্ধের দাবি বিক্রি করার চেষ্টা করছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি তিনি আরও বলেন, “যুদ্ধে ইতি টানার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা সম্পর্কে কোনও অংশীদারকে সন্দেহ প্রকাশ করতে শুনিনি। মার্কিন প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা এবং দৃঢ় সংকল্প রয়েছে। ইউক্রেন ফেব্রুয়ারি থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের সমস্ত প্রস্তাবকে সমর্থন করে এসেছে, সে যুদ্ধবিরতি হোক, বা অন্য কোনও ইস্যু, সব কিছুতেই আমরা সমর্থন জানিয়েছি। সব মিলিয়ে আগামী ১৫ আগস্ট আলাস্কার গ্রেট ইস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শান্তি বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই বিস্ফোরক দাবি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন কোনও প্রভাব ফেলে কিনা, সেটাই দেখার।