আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। নাম না করে শুভেন্দুকে খোঁচা

আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। ২১শে জুলাই নিজের খাস তালুক খড়গপুর শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিয়ে রীতিমত বোমা ফাটালেন বিজেপির প্রাক্তন এই রাজ্য সভাপতি। বেশ কিছু বছর ধরে দলে কোণঠাসা তিনি। বিজেপির গুরুত্বপূর্ণ মিটিংয়ে তাঁর জন্যও চেয়ারও বরাদ্দ থাকে না বলে কয়েকদিন আগে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন তিনি। এমনকী বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের শুভেচ্ছাজ্ঞাপন অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ডাক পাননি দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও। এরপরই দিলীপ ঘোষের তৃণমূলের ২১শে জুলাইয়ের মঞ্চে যোগদান নিয়ে রহস্য ক্রমশ দানা বাঁধে বিজেপির অন্দর এবং বাইরে। দিলীপ ঘোষ নিজেও কিছুটা সাসপেন্স রেখে বলেছিলেন তিনি ২১শে জুলাই কোনও না কোনও সভায় থাকবেন। এরপরেই জল্পনা আরও বাড়ে। আজ খড়গপুরে বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় যোগ দিয়ে, নাম না করে শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন দিলীপ ঘোষ। গেরুয়া শিবিরের এই প্রাক্তন সাংসদ কড়া ভাষায় জানিয়ে দিলেন, “আমি কি ঘেয়ো কুকুর নাকি যে সকাল-সন্ধ্যা এ বাড়ি, ওই বাড়ি ঘুরে বেড়াব? যারা নিজেরা এই দল, ওই দল ঘুরে বেড়ায়, তারা এই ধরনের প্রচার করে। বিজেপি কর্মীরা বিক্রি হন না। মারলে রাজ্য ছাড়া হতে পারে, কিন্তু ঝান্ডা ছাড়া নয়।” ধর্মতলায় তৃণমূলের ২১শে জুলাইয়ের শহীদ দিবসের পাল্টা হিসাবে ‘শহীদ শ্রদ্ধাঞ্জলি’র ডাক দেওয়া হয়েছে। গত কয়েক বছরে তৃণমূলের রাজনৈতিক হিংসার বলি হয়েছে বিজেপির কয়েকশো কর্মী-সমর্থক। প্রয়াত সেইসব বিজেপি কর্মীদের স্মরণে আজ জেলায় জেলায় কর্মসূচি পালন করছে গেরুয়া শিবির। আজ খড়গপুরের সভা থেকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করতেও ছাড়েননি দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট দাবি, “বিজেপি ২১শে জুলাই ‘শহীদ শ্রদ্ধাঞ্জলি’ সভা করছে এটা কি কোনও চমক নয়? তৃণমূল তো এতদিন এই দিনটাকে নিজেদের একটা বাৎসরিক অনুষ্ঠানে পরিণত করে ফেলেছে। পিকনিকের আবহে ডিম-ভাতের প্রোগ্রাম চলে। কিন্তু আমরা মনে করি, শহীদ তো আমাদের কর্মী-সমর্থকরা হয়েছে। যে শহীদদের নিয়ে তৃণমূলের এত নাটক, তারা তো কংগ্রেসের। তৃণমূলের সঙ্গে ওদের কী সম্পর্ক? বিজেপির বহু কর্মী এই বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা। তবে আমার মনে হয় তৃণমূল এবার নিজেরাই শহীদ হয়ে যাবে।”
বঙ্গ রাজনীতির হাইভোল্টেজ সোমবার, কোথায় কোন সভা

আজ বঙ্গ রাজনীতির হাইভোল্টেজ সোমবার। একদিকে আজ যেমন কলকাতায় তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ। একই দিনে আজ শিলিগুড়িতে পথে নামছে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গে নারী নির্যাতন, আইনশৃঙ্খলার অবনতি থেকে শুরু করে একাধিক বিষয়ে উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে গেরুয়া শিবিরের যুব মোর্চার ডাকে ‘উত্তরকন্যা অভিযান’। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শিলিগুড়ির চুনাভাটি ফুটবল মাঠে আজ প্রকাশ্য জনসভা বিজেপির। অন্যদিকে আজ খড়্গপুরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে পৃথক কর্মসূচি পালন করবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। খড়গপুরে বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। গেরুয়া শিবিরের এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “BJP-র দেড়শোরও বেশি কর্মী-সমর্থক বাংলায় রাজনৈতিক লড়াইয়ে নিহত হয়েছেন। তাঁদের শ্রদ্ধাঞ্জলি দিতেই আজকের সভা।” অন্যদিকে, নদিয়ার পলাশিতে আজ কালীগঞ্জে নিহত তামান্না খাতুন এবং আরজি কর হাসপাতালের মৃত ডাক্তার অভয়ার স্মৃতিতে বিশেষ কর্মসূচি পালন করবে যুব কংগ্রেস। সেই কর্মসূচিতে থাকবেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। একই সাথে আজ শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলতি অধিবেশনে সংসদের দুই কক্ষে কেন্দ্রীয় সরকারকে চেপে ফেলতে একাধিক ইস্যু নিয়ে সরব হওয়ার কথা বিরোধীদের। যদিও পরিকল্পনা মাফিক আগেই ইন্ডিয়া জোটের নেতারা নিজেদের মধ্যে বৈঠক সেরে নিয়েছেন। সেই বৈঠকে ইস্যুভিত্তিক আলোচনা হয়েছে। কীভাবে মোদী সরকারকে চাপে রাখা হবে তার রোডম্যাপও প্রস্তুত। চলতি বাদল অধিবেশনে কোন কোন ইস্যু তুলে ধরে সরকারকে আক্রমণ করা যাবে সে ব্যাপারেও আগাম আলোচনা সেরে নিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। তাই আজ বাদল অধিবেশনের শুরুতেই সংসদের দুই পক্ষ উত্তপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শুধু রাজনীতি নয়, জাতীয় স্তরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন হতে চলেছে এই ২১শে জুলাই।