গত বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৩। এরপরই সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র পক্ষ থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে। এর আগে ১৯৬৪ সালে আলাস্কায় এমন বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৯। ভূমিকম্প এবং সুনামির জেরে সেই সময় ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এরপর গতকাল আবারও এত বড় রকমের একটি ভূমিম্প হল সেখানে।
ভূমিকম্পের ফলে সুনামি আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে হোমার অঞ্চল, কোল্ড বে, কোডিয়াক স্যান্ড পয়েন্ট এবং কিং কোভ, উনালাস্কা, ইউনিমাক দ্বীপ, স্কচ ক্যাপ অঞ্চল, চিগনিক বে অঞ্চল। এই সমস্ত এলাকার বাসিন্দাদের অবিলম্বে অন্যত্র সরানোর কাজ চলছে । এর মধ্যে কোল্ড বে-র জনসংখ্যা নাকি মাত্র ৫২, স্যান্ড পয়েন্টের জনসংখ্যা ৬১০, কোডিয়াক বরোর জনসংখ্যা ৫২২০।
মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (USGS) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণে, মাটির ২০ কিলোমিটার গভীরে। আলাস্কার পালমারে অবস্থিত জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ‘এই ভূমিকম্পের জেরে সুনামি আছড়ে পড়তে পারে। এর কিছু প্রভাব পড়তে পারে আলস্কার কিছু অঞ্চলে।’







