গত কয়েক দিন আগে পাকিস্তানের দুটি নিউজ মিডিয়া চ্যানেল দাবি করেছিল, আগামী সেপ্টেম্বরে নাকি পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তারা আরও দাবি করেছিল, যে ইসলামাবাদে নামার পরই তিনি নাকি ভারতে আসবেন। এরপরেই নড়েচড়ে বসে হোয়াইট হাউস। এই ভুয়ো খবরের বিরুদ্ধে পাল্টা জবাবও দেয় তারা। হোয়াইট হাউসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় পাকিস্তানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। এই খবরের পরই বিশ্বের কাছে আরও একবার মুখ পুড়ল পাকিস্তানের।
পাকিস্তান নিউজ মিডিয়ার ‘দ্য ডন’ জানিয়েছে, যে তাদের দেশের দুটি সংবাদমাধ্যম দাবি করেছিল যে সেপ্টেম্বরে পাকিস্তানে যাবেন ট্রাম্প, যদিও তারা পরে সেই রিপোর্ট সরিয়ে নেয়। অন্যদিকে, ট্রাম্পের সফর সম্পর্কে বলতে গিয়ে মার্কিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি ২৫ জুলাই থেকে ২৯ জুলাই স্কটল্যান্ড সফর করবেন। সেই সফরে তাঁর সঙ্গে ইউকের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই সফরের পর তিনি ফের ১৭ সেপ্টেম্বর ইউকে যাবেন।
প্রসঙ্গত, ২০০৬ সালে শেষবার কোনও মার্কিন প্রেসিডেন্ট গিয়েছিলেন পাকিস্তানে। সেবার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সফর করেছিলেন পাকিস্তানে। অতএব, বুশের সফরের পর প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সফরে যাচ্ছেন— এই মর্মে গত কয়েকদিন ধরে পাকিস্তানের দুই নিউজ চ্যানেল খবর করতে থাকেন। সেই খবরের তথ্যনথি তুলে ধরে রয়টার্সের তরফে পাকিস্তানের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে, পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্রের তরফে জানানো হয়, ট্রাম্পের সফর সম্পর্কে তিনি কিছু সেভাবে জানেন না। ফলে তখনই এই পাক-চ্যানেল দুটির খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
হোয়াইট হাউসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সেপ্টেম্বরে দ্বিতীয়বার ইউকে(UK) সফরে যাচ্ছেন ট্রাম্প। তিনি ও মেলানিয়া থাকবেন উইন্ডসর ক্যাসেলে। তাঁরা ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী ক্যােলিয়া পার্কারের আথিথেয়তায় থাকবেন। ইউকের এই শিডিউল সদ্য গ্রহণ করেছেন ট্রাম্প।







